Sunday, April 17, 2016

Phillip Hughes এর জন্য উৎসর্গ

বাংলাদেশ যদি
আজ জয়লাভ করে
তাহলে সেই জয়টা
Phillip Hughes
এর জন্য উৎসর্গ
করে দেওয়া উচিত
বলে মনে করি।
.
আর যারা খেলা দেখতে যাবেন
তার হিউজকে নিয়ে প্লেকার্ড
বা শোক সম্বলিত বাণী মাঠে
নিয়ে ঢুকবেন।
যাতে আমরা সবাইকে দেখাতে
পারি আমরা ক্রিকেটের প্রতি
শ্রদ্ধাশীল জাতি।

No comments: