Thursday, April 7, 2016

ঈদের সেই মধুর স্মৃতি বার বার মনে পড়

যত দিন যাচ্ছে, জীবনের আনন্দ কমে যাচ্ছে। জীবনে
অনেক আনন্দ পেয়েছি।তবে সবচেয়ে বেশি আনন্দ
পেতাম ঈদের দিন।কিন্তু আজ হঠাৎ করে ছোট বেলার
ঈদের কথা খুব মনে পড়ল।যখন ছোট ছিলাম ঈদ
আসলে খুব খুশি হতাম সাথে
সবাইকে নিয়ে আনন্দ করতাম।ঈদের জামা জুতা
কিনে আলমারি তে লুকিয়ে রাখতাম।কাউ কে
দেখাতাম না , কারন কেউ দেখলে জামা জুতা
পুরান হয়ে যাবে।সবাই সবারটা দেখতে চাইতাম
কিন্তু কেউ নিজের ঈদের পোশাক দেখাতো না।
চাদঁনি রাতে কত রকম কত মজা করতাম বন্ধুরা মিলে।
ঐ রাতে ঘুমাতে অনেক দেরি হতো।
ঈদের দিন খুব সকালে ওঠতাম।অন্য কোন দিন হলে
মা দশবার ডাকতো কিন্তু ঈদের দিন মা কে
একবারও ডাকতে হয় না।শীতের সকাল , গরম পানি
দিয়ে গোসল করতাম । গোসল শেষে নতুন জামা
ঘ্রাত নিতাম তারপর পড়তাম ।
খাওয়ার জন্য মা কত বকা দিতো কিন্তু সেদিন
আমরা সবাই বাড়িতে খেতাম না ঐ দিনটা ছিল
সবাই এক সাথে হয়ে দোকানের মজার মজার কিছু
পছন্দ
খাবার খেতাম।
যখন আমরা রেডি হতাম তখন বাড়ির সব পুরুষ লোক
ঈদের নামাজ পড়তে যায়।তাই আমাদের সালামি
মিশন শুরু করতাম মা-বাবাকে দিয়ে তারপর নামাজ
শেষে বাকিদের কাছে সালামি আদায় করা।কেউ
যদি বলতো , যা দোয়া করি তদের জন্য , আমরা মন
খারাপ করে বলি - দোয়া লাগবে না টাকা দেন ,
তখন চকচকে দশ টাকা দিতেন।
বিকেলে সবাই এক সাথে হয়ে দেখতাম কার কত
টাকা হইছে এবং কে বেশি সেলামি পাইছে।হিসাব
করে দেখতাম আমার টাকার পরিমান বেশি ছিল
তার কারন আমি সবার ছোট ছিলাম তাই সবাই আমাকে
আদর বেশি করতো । এজন্য অব্যশ কেউ কেউ
হিংসার আগুনে
পুড়ে ছাই হয়ে যেত।
আমাদের গ্রামে অনেক দোকান ছিল , সেখানে
ঈদের দিন অনেক খেলনা আর নানান রকম খাবার
থাকতো।সবাই মিলে আনন্দ করতাম।ঈদের দিন
বাড়িতে আর খাওয়া হত না , খেতাম শুধু মা কাছে
বকা -
সারাদিন ঘুরে বেড়াইছো এখন ভাত না খেলে
সেলামি যা পাইছো তা নিয়ে যাবো তখন সেলামি
চলে যাবার ভয়ে কিছুটা কষ্ট করে খেতাম।
আর আজ ঈদে মত সেই আনন্দ আর পাই না।রোযা
থেকে শুরু
করে প্রতিদিনই বকা খেতে হয় বোনদের কাছে।তাদের
একটা কথা তরে ঈদের শপিং করাল জন্য টাকা
দিয়েছি কেনাকাটা করাল জন্য তর জামা কই।
বোনকে কতবার বলছি ঈদে এত ভিড়ে আমার শপিং
করতে ভাল লাগে না , ঈদের পরে যাবো শপিং
কম্পেক্স গুলো নিরিবিলি থাকবে + দাম কম
থাকবে + দোকানদারে সম্মান দিবে আমাকে। বোন কিছু
তে রাজি না আমার কথায় , তার ঐ এক কথাই
ঈদে কি পড়বি পুরান জামা।এই নিয়ে বোনের সাথে
বাক যোদ্ধ চলে ঈদ পযন্ত ।বোন অব্যশ আমার জন্য
শপিং করতে চায় কিন্তু পাড়ে না , আমি আবার
নিজের পছন্দ ছাড়া কিছুই নিতে চাই না।
ঈদের দিন সকালে মা আমাকে ডাকতে ডাকতে
কাহির হয়ে যায় শেষে এক গ্লাস পানি মাথায়
ঢেলে ঘুম থেকে ওঠায়।তারপর গোসল করে যখন ,
মায়ের কাছে পাঞ্জাবী চাই এই শুরু হল তার
বকবকানি , অবশেষে বকা খেয়ে সাথে মার হাতের
সেমাই খেয়ে ঈদের নামাজ পড়তে যাই।নামাজ
শেষে ছোট বাসার ভাই বোন ও ভাতিজাকে নিয়ে
দুস্টামি শুরু করি
আর ছোটবেলার কথা মনে করি এক সময় সালামি
নিয়েছি আর এখন আর পাচ্ছি না ।
ঈদের দিনটা মার বকা খাই আর বাড়িতে বসে
টিভিতে ঈদের অনুষ্ঠান দেখি।আমার তো আর
গার্লফ্রেন্ড নাই আবার আমার বন্ধু তাদের
গার্লফ্রেন্ড নিয়ে আনন্দ করে তাই ঐ দিনটা
আমার বাড়িতেই কাটে।মার কাছে প্রাপ্ত বকা
গুলোই আমার ঈদ আনন্দ , খুব মজা লাগে যখন মা
আমাকে বকা দেযন।
এভাবেই ঈদ কাটে আমার , এই ঈদটাও তার
ব্যাতিক্রম হবে না।
ছোটবেলার ঈদ আনন্দটা এখন খুব মিছ করছি , কেন
যে বড় হলাম । ঈদ আসলে বারবার সেই দিন গুলো
মনে পড়ে।
আর সেই গানটা মনে পড়ে "আগে কি সুন্দর দিন
কাটাইতাম "।

No comments: