Sunday, April 17, 2016

islamic charity

আমি রাহাত একজন মুসলিম। কিন্তু প্যাকটিজে
মুসলিম ন ই।ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শুধু এইটুকু
আমার জানা।তবে এই সেমিষ্টারে এসে কুয়াশা
নামে এই ছেলেটির সাথে আমার পরিচয়।ইসলাম
সম্বন্ধে ও আমার চেয়ে একটু হলেও বেশি জানে।
এই তো সেদিন কুয়াশার সাথে হাটতে হাটতে হঠাৎ
পথে একটি ছেলেকে দেখলাম পথে একটি
দানবাক্স নিয়ে দাড়িয়ে আছে।
আমাদের দেখে ছেলেটি কিছু অর্থ সাহায্যের জন্য
অনুরোধ করলো।কিন্তু ঠিক সে মুহূর্ত্বে আমার
কাছে টাকা না থাকায় আমি ছেলেটিকে কিছু
দিতে পারলাম না।তা দেখে কুয়াশা কিছু টাকা
দিয়ে ছেলেটিকে সাহায্য করলো।
তখন থেকেই একটি প্রশ্ন আমার মনে বারবার উকি
দিচ্ছিলো। তাই আমি ব্যাপারটা কুয়াশার সাথে
শেয়ার করার সিন্ধান্ত নিলাম।
কুয়াশাকে আমি যা সত্য তাই বললাম।আসলে গত
ক'সপ্তাহ যাবত আমি নিজেই চলছিলাম ধার-
খর'চের উপর।টিউশনির টাকাও সময় মত হাতে
পাচ্ছিলাম না। তাই একরকম মুখ লুকিয়ে চলতে হত
বন্ধুর কাছ থেকে।
তাহলে ব্যাপারটা কি এমন নয় সেদিন আমার কাছে
টাকা থাকলে আমি পূর্ণ্য কিনতে পারতাম।
হ্যা, রাহাত তুই যা বললি তা আমি পুরোপুরি ফেলে
দিতে পারছি না।আমি উত্তরটা দিচ্ছি, তবে
ইসলাম সম্বন্ধে এইটুক জেনে রাখা ভালো যে
ইসলাম শুধুমাত্র কয়েকটা মিছুয়ালছের নাম না।
Islam is complete code of life.
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য
যা সহজ তা চান, যেটা কষ্টদায়ক তা চান না।আর
পূর্ণ্য অর্জনের ক্ষেত্রে one of easiest ways
হচ্ছে charity, islamic charity.
রাস্তাঘাটে এমন কি হয় না যে আমরা দেখি
অনেকেই ঠিকানা খোজে পাচ্ছেনা। অথবা পথ
হারিয়ে ফেলেছে, এবং আমাদের কাছে সাহায্য
চায়। এই বিষয়ে রাসুল উল্লাহ (স:) বলেছেন পথ
হারানো ব্যক্তিকে পথ দেখানো দানস্বরূপ। তো
আমরা যদি সেই ব্যক্তিকে পথ দেখিয়ে দেই বা
ঠিকানা পর্যন্ত পৌছিয়ে দেই তাহলে সেটা তো
একটা islamic charityহল। আল্লাহ তাআলার
সন্তুষ্টি অর্জনের একটা পথও হল।
এছাড়া আমাদের প্রত্যেকের-ই কোন না কোন
খারাপ অভ্যাস রয়েছে যা আমাদের নিজেদের
এবং অপরের জন্য ক্ষতিকর। রাসুল উল্লাহ (স:)
বলেছেন সৎ কাজে আদেশ দেওয়া ও অসৎ কাজে
নিষেধ করা দানস্বরূপ।
এমনকি রাসুল উল্লাহ (স:) এটাও বলেছেন রাস্তা
থেকে পাথর, কাটা, হাড্ডি এইসব দূর করাও islamic
charity.
আর তোমার পাওনাদার হয়ত নিশ্চয়ই এতদিনে
তোমার উপর রাগ হয়ে আছে। পাওনাদার ভাইকে
টাকা ফিরত দেওয়ার সময় তার সাথে হাসিমুখে
কথা বললেই হয়ত তার মনটা ভালো হয়ে যেতে পারে।

No comments: