Sunday, April 17, 2016

জন্ম যখন হয়েছে,মৃত্যু অবশ্যই হবে।

আজ আমার জন্মদিন।কিন্তু কেন যেন আজ
আমার মৃত্যু কথা বেশি মনে পড়ছে।জানি এটাই
স্বাভাবিক ।জন্ম যখন হয়েছে,মৃত্যু অবশ্যই হবে।
আমি চেয়েছিলাম এবারের জন্মদিনটা সরণীয়
করে রাখতে।তাই এবারে জন্মদিনটা সরণীয়
করে রাখলাম অন্যভাবে।কিন্তু এবারের জন্মদিন
আমি জীবনে কোন দিন ভুলব না।কারণটা আমি
মন দিয়ে কেউকে বোঝানোর ক্ষমতা আমার
নেই।যারা আজ আমার জন্মদিনে শুভেচ্ছা
জানিয়েছে, আর যারা জানান নি তাদের
সবাইকে ও আমার জন্মদিনের আন্তরিক ধন্যবাদ
ও কৃতজ্ঞতা রইল।এবং আজ আমার সাথে যারা
সারা দিন ছিলেন এবং যারা আমাদেরকে
সাহায্য করছেন তাদের সবার কথা আমি জীবনে
কোন দিন ভুলব না।সবাই আমাদের জন্য দোয়া
করবেন।
আমি আর জন্মদিনে আমার পরিবার ছাড়া
কোথায় যাব না।

No comments: