সামনে পরীক্ষা। প্রচুর পড়তে হবে।মনযোগ দিয়ে
পড়ার মত ভাল কোন স্থান পাচ্ছিলাম না।তাই
শেষ পর্যন্ত নিউটনকে অনুসরণ করলাম।ভেবে
ছিলাম গাছের নীচে মনযোগ দিয়ে পড়তে বসলে
এক সময় গাছ থেকে আপেল পড়বে।যেই চিন্তা
সেই কাজ।কিন্তু একি আমার পোড়া কপাল।
আমার উপরে আপেল পড়েনি।পড়েছে গাছের
পাতা।হরে কপাল এটাই ছিল আমার ভাগ্যের
লিখন।
No comments:
Post a Comment