Sunday, April 17, 2016

স্বপ্ন দেখলাম

আমি রাহাত চৌধুরী।ঘুরতে খুব পছন্দ করি।ঘুরার
সাথে সাথে ছবি তুলতে পছন্দ করি।একদিন কোন
এক অজানার পথে হাঁটছিলাম।পথের সুন্দরয্য দেখে
আমি ছবি তুলতে শুরু করলাম।হঠাৎ দেখতে পারলাম
কিছু বকাটে ছেলেরা মিলে কিছু মেয়েদেরকে
ডিস্টাব করছে।আমি ভাবলাম ওরা আমার বোনের
মত, ওদেরকে বাঁচানো আমার উচিত।তাই ওদেরকে
বাঁচানো জন্য ১২ জন বকাটের ছেলেদের সাথে
বাংলা সিনেমার মত একাই লড়াই করলাম।এক এক
সবাইকে মারলাম।বকাটে ছেলেদের মাঝে ৯ জনকে
মেরে আহত করলাম।ওদের মাঝে ৩ বকাটে ছেলে
ভয় পেয়ে চলে গেল।এদিকে দেখতে পেলাম যে
মেয়েদের জন্য মারামারি করলাম তারা ভয় পেয়ে
চলে গেল। এদিকে আবার ৯ জন বকাটের ছেলের
আহত করায় আমি বেশ কষ্ট পাচ্ছি।তাই ভাবলাম
মেয়েগুলো যদি বোনের মত হয়, তাহলে ছেলে গুলো
আমার ভাইয়ের মত।তাই ওদেরকে নিয়ে কোন রকম
একটা হাসপাতালে এনে চিকিৎসা করার জন্য
ভর্তি করলাম।ওদের মাঝে কয়েক জনের জন্য রক্ত
প্রয়োজন হল।ভাগ্য ভাল আমার রক্তর গ্রুরুপের
সাথে মিলে যায়।তাই রক্ত দিলাম।সবাই সুস্থ হবার
পর হাসপাতালের সমস্ত খরচ আমি দিলাম।তারপর
সবাই সুস্থ হয়ে বাড়িতে গেল।বেশ কিছু দিন পর
পালিয়ে যাওয়ার৩ বকাটে আমাকে একটা
গুরুত্বপূর্ণ কথা বলে এক অন্ধকার জায়গায় নিয়ে
মেরে আহত করে ফেলে যায়।তার পর আমি
অজ্ঞান হয়ে পড়ে থাকি।আমি যে ৯ জনকে মেরে
আহত করলাম,তারা এসে আমাকে নিয়ে চিকিৎসা
করায়।বেশ কিছুদিন পর আমি সুস্থ হয়ে উঠলাম।সুস্থ
হয়ে উঠার পর দেখলাম য়ারা আমাকে মেরে আহত
করছে, তারা এখন আমার সামনে। ওদেরকে দেখে
আমার রাগ উঠল।এদিকে তারা আমার পা ধরে কমা
ছেল।আর আমি ওদেরকে কমা করে দিলাম।ওরা
আমার কাছে ওয়াদা করল আর জীবনে এ ধরণের
কাজ করবে না।এসব দেখে আমার বিশ্বাস হচ্ছে
না।তাই হাতে একটা চিমটা দিলাম।একি আমিত
বিছানায় শুয়ে আছি।এতখন কি স্বপ্ন দেখলাম।

No comments: