গতকাল ছিল আমাদের ভাগ্না ইফাজের স্কুলে যাবার
প্রথম দিন। গত কিছুদিন থেকেই এই দিনটিকে
সামনে রেখে ওর প্রস্তুতিগ্রহণ ছিল দেখার
মতন…ড্রেস বানানো, বই খাতা কেনা, জুতা-
মোজা কেনা…সব মিলিয়ে পুরো উৎসবের
আমেজ। প্রথম দিন যাতে কোন মতেই দেরী না হয়
সেজন্য আগের রাতে নিজে নিজেই
আগেভাগে শুয়ে পড়েছিল…
ওর কাহিনী দেখে আমার নিজের স্কুলের প্রথম
দিনগুলোর কথা মনে পড়ে গেল।
No comments:
Post a Comment