Sunday, April 17, 2016

কাছের বন্ধুকে বিদায় দেওয়াটা অনেক কষ্টের

চয়ন বন্ধু তকে খুব মিস করব।জানি কাছের বন্ধুকে
বিদায় দেওয়াটা অনেক কষ্টের।তবুও যে বিদায়
দিতে হয়। তুই যেন থাকিস ভাল থাকিস। আর
আমাদের সবার জন্য দুয়া করিস।জানি না তর সাথে
আর কবে দেখা হবে,নাকি হবে না।তর বিদায়ের
মনটা খারাপ হলে ও তর জীবনের নতুন অধ্যায় যেন
শুভ হক সেই কামনা করি।আমরা সবাই আশা করি তুই
তর জীবনটা সুন্দর করে সাজিয়ে তোলবে।তর
সাথে আমার প্রথম দেখা আমাদের কাশীনাথ
আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ে।সেই থেকে পরিচয়।
যখন তুই দেশে আসবে তখন আমাদের স্কুল
থাকবে,কিন্তু থাকবে না আমাদের স্কুলে সেই
বন্ধুরা। হয়ত আমাদের সবার সাথে দেখা হবে না।
তবুও জীবনের বাকী দিনগুলো শুধু স্মৃতি হয়ে
থাকবে।বেস্ট অফ লাক চয়ন।

No comments: