আজ আমার s.s.c পরীক্ষা ছিল।খুব আনন্দ করে
আমি পরীক্ষায় অংশগ্রহণ করি।কারণ আজ আমার
পরীক্ষা খুব খারাপ হয়েছে। এ দায় আমার নয়, এ দায়
শিক্ষকদের। কারণ পাশে বসা মেয়েটির খাতা দেখে
লিখব বলে পরিকল্পনা করেছিলাম,কিন্তু শিক্ষকদের
খরা নজর আমি ফাঁকি দিতে পারিনি।
হায়....হায় ....এই হল আমার আজকের দুদশা।
No comments:
Post a Comment