Thursday, April 7, 2016

মহা ভুল করেছি.

আজ থেকে ১২-১৩ বছর
আগে গ্রাম থেকে শহরে এসেছি ভাল করে লেখা
পড়া করে বড় হতে।কিন্তু শহর জীবনে পড়া-লেখা শুরু
করার কয়েক বছর পর ফেসবুকে একাউন্ট খুলি।তার পর
থেকে পড়া-লেখায় অমনযোগী হয়ে ফেসবুকে মনযোগী
হয়ে উঠি।আর এখন আমি বড় হয়েছি,অনেক বড়।তবে
পড়া-লেখা করে বড় হইনি, বড় হয়েছি ফেসবুক চালিয়ে।

No comments: