অাজ সকালে ঘুমের মাঝে একটা কল আসল।আমি চোখ বন্ধ অবস্থায় কলটা রিসিভ করে বললাম হ্যাল। ওপাশ থেকে একজন মেয়ের কন্ঠ শুনতে পারলাম তুমি কোথায় আছ। আমি বললাম, বিছানায় শুয়ে আছি। মেয়েটি বলল তাড়াতাড়ি চলে আস।আমি বললাম কোথায় আসব।মেয়েটি তখন একটি জায়গার নাম বলল।তারপর আমি বললাম বলত তুমি কাকে কল দিয়েছ।সে কথা শুনার পর মেয়েটি বলে উঠে ফাইসলামি কর আমার সাথে,আমি আমার ভালবাসার মানুষকে কল দিয়েছি।সে কথা শুনার পর লাফ দিয়ে উঠলাম ঘুম থেকে।তারপর বললাম আসসালামু আলাইকুম আপা, যার জীবনে কোন দিন মেয়ে বন্ধু আসেনি সে আবার ভালবাসার মানুষ পায় কোথায় থেকে।ভাল করে নাম্বার দেখেন কাকে কল দিয়েছেন। নাম্বার দেখে মেয়েটি আমাকে Sorry বলল ভুল নাম্বারে কল দিয়েছে বলে।তারপর মেয়েটি আমার সাথে আরও কথা বলতে চেয়েছিল।কিন্তু আমি কলটা কেটে দেই।আর কলটা কেটে দেবার পর Feeling আহা কি শান্তি মনে উপল্বধি করলাম।
No comments:
Post a Comment