Sunday, April 17, 2016

ভবিষ্যত

বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সে দিক বিবেচনা করলে ভবিষ্যতে বাংলাদেশ
খাদ্য ঘাটতিতে ভোগবে।আজকাল যুবসমাজে দেখা
যায়,বিভিন্ন হোটেল,রেস্তেরায় বন্ধু-বান্ধবদের
সাথে পার্টি দিচ্ছে।এই খাচ্ছে,সেই খাচ্ছে।শুধু
খাচ্ছে আর খাচ্ছে।কিন্তু তারা কখনও ভবিষ্যতের
কথা ভাবে নি।আর ভবিষ্যতের কথা ভাবছে
আমাদের এ যুগের শিশুরা।তাদেরকে জোর করে
খাবার দিলেও তারা খেতে চায় না।এমনকি ঔষুধ
দিলেও তারা খেতে চায় না।

No comments: