Thursday, April 7, 2016

প্রেমে পরেছি

বই পড়তে পড়তে আমরা অসহায় হয়ে পড়ি।তবুও আমরা
পড়ি..কেবল ই
পড়ি।শুয়ে বসে উল্টা হয়ে পড়ি। পড়তে পড়তে
ঘুমিয়ে পড়ি,অসুস্থ হই ।তবুও আমরা পড়ি..কেবল
ই পড়ি।ছোটবেলায় পড়তাম ,লেখা পড়া করে যে
গাড়িঘোড়ায় চড়ে সে।এত বড় হয়ে গেলাম
পড়াশোনা শেষ হল না।আর এখন অ গাড়িঘোড়ায়
চড়া ও হল না। তবে একটা বই এর ই প্রেমে
পরেছি। আর সেটা হল ফেইসবুক ।

No comments: