Sunday, April 17, 2016

একটু জোরে চিমটি

গিয়ে ছিলাম ভারতে।সে খানে গিয়ে যোগদিলাম
ভারতের রাজনৈতিক দলে।এক বছর হতে না হতেই
শুরু
হল নিবার্চন। নিবার্চনের পাথীদের তালিকায়
দেখলাম
আমার নাম।দেখ আমি অবাক হলাম।তারপর
নেমে আসলাম নিবার্চন প্রচারনা করতে।
অবশেষে নিবার্চন শেষ হল।নিবার্চনে আমি জয়
লাভ
করলাম। পরে শুরু হল মন্ত্রী সভা গঠন করার কাজ।
সেখানেও আমার নাম। শুধু প্রধান মন্ত্রী বাদে,
সবাইকে মন্ত্রীর পদ দেওয়া হল। বাকি লইলাম
আমি সহ আরও কয়েকজন।আমি ভাবতে লাগলাম
মনে হয় মন্ত্রী হতে পারব না।অনেক দুঃখ পেলাম।
পরে বলা হল প্রধানমন্ত্রীর নাম । সেকি আমার
নাম।
আমি আমার নাম শুনে আনন্দে হাসতে লাগলাম।
পরে বাংলাদেশ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন
দেশ
থেকে আমাকে শুভেচ্ছা জানানো হল।বলিউড,
ভারতের
ক্রিকেট টিম সহ অনেক সংঘগঠন
থেকে আমাকে শুভেচ্ছা জানানো হল। এসব
দেখে বিশ্বাস করতে পারছিনা।পরে আমি আমার
হাতে একটু জোরে চিমটি মারলাম।
একি আমি তো বিছানায়। এতকন কি স্বপ্ন
দেখলাম।

No comments: