Thursday, April 7, 2016

নববিবাহিতদের এমন কিছু উপহার দেওয়া দরকার

সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে বিয়ে খুবই
গুরুত্বপূর্ণ। তাই অনুষ্ঠান যেমনই হোক,
বিয়েবাড়িতে যাওয়ার আগে প্রথমেই
পরিকল্পনা করে নিতে হয়। নববিবাহিতদের
এমন কিছু উপহার দেওয়া দরকার, যা একটু বেশি সময়
স্থায়ী থাকবে। প্রথমে লক্ষ রাখতে
হবে, উপহারটি যেন নান্দনিক হয়। বাজেটের
সঙ্গে সংগতি রেখে শিল্পরুচির পরিচয় বহন
করে। সে পরিকল্পনা করছিলাম। কিন্তু বন্ধু শাকিলের
কথা রাখতে জীবনের প্রথম খালি হাতে দাওয়াত রক্ষা
করতে গেলাম।খালি হাতে যাওয়ার জন্য বাসায় বকানি
খেলাম।

No comments: