Thursday, April 7, 2016

পাবনার মানসিক হাসপাতাল কি খালি আছে

পাবনার মানসিক হাসপাতাল কি খালি আছে।যদি খালি
থাকে তাহলে আমার জন্য বুকিং করে দিয়।কারণ দুদিন পর
পরীক্ষা। পরীক্ষার জন্য কিছুই পড়তে পারিনি।এর মাঝে
একটা সমস্যা কারণে প্রচুর ব্যস্ত ছিলাম।আর সে
কারণে কোন পড়ার সুযোগ পাইনি।এখন শুধু পরীক্ষা নিয়ে
টেনশন এ আছি।টেনশনে মাথাটা কেমন যেন লাগছে।মনে
হচ্ছে পাবনার মানসিক হাসপাতালের সকল মানসিক
রোগীরা বলতেছে রাহাত, তুই তাড়াতাড়ি আয়।আমরা তর
জন্য অপেক্ষা করতেছি।

No comments: