Sunday, April 17, 2016

স্যান্ডালিনার পরিবার

নতুন একটা পরিবার পেয়েছিলাম।স্যান্ডালিনার
পরিবার।আজ সে পরিবার ছাড়া আমি একা।মনটা
আজ খুব খারাপ।১৮ দিনের ক্যাম্পইন এর মাঝে
সবার সাথে সুসম্পর্ক গড়ে উঠে ছিল।অনেক কিছু
শিক্ষা হল,অনেক অজানা বিষয় জানা হল।নতুন
নতুন ভাই-বোন,স্যার,বন্ধু-বান্ধদের সাথে পরিচয়
হল।আর সেখান থেকে ভাল একটা পরিবার গড়ে
উঠা।জানি না আর কখন সবার সাথে দেখা হবে।না
কি হবে না।তবে এই ক্যাম্পইনটা ছিল আমার
জীবনের প্রথম ক্যাম্পইন।আসলে জীবনের প্রথম
কোন কিছু ভুলা যায় না।তাই আমি জীবনে এই
ক্যাম্পইনের কথা কোন দিনও ভুলব না।ক্যাম্পইন
এর সবার কথা আমার চিরকাল মনে থাকবে।
সবাইকে (নাসির স্যার,ফয়সার স্যার,পিকে
স্যার,মুন্না স্যার,ইলিয়াস স্যার ও আমাদের
সহকর্মী মিশু,অমিত,নিপু,রুমন,বিমান,রিজন
,এবাইদুর,নবীন, নান্টু,রিমন,অামির,সুমন,
কাইয়ুম,ফখরুল,মহসিন ভাই সহ লিলি,নাসরিন,সুই
টি,বিউটি,সুরভী,সেতু,রাজিয়া, নাসরিন, তানিয়া,
মিতালী,তাসমিন সেবিন,রাজিয়া
শারমিন,পলি,জুলি,উপমা) খুব মিস করব।সবাই ভাল
থাক এই আশাই করি।

No comments: