জীবনে কোন দিন আমি ভূমিকম্প অনুভূতি বোঝতে পারি
নি।এই প্রথম ভূমিকম্প অনুভূতি পেলাম,যা জীবনে ভূলার
নয়। ভূমিকম্প এমন সময় শুরু হয়, যে সময় সারা পৃথিবী
ঘুমে থাকে।সে সময় রহমতের সময়,ফজরে আজান পড়ে।
এত দিন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়ে
মুসলিমদেরকে ঘুম থেকে উঠে নামাজের জন্য আহব্বান
করতেন।অথচ সে আহব্বান খুব অল্পলোক ছাড়া কেউ
শুনত না।সৃষ্টি কর্তা আজ বুঝিয়ে দিলেন রহমতের সময়
ঘুম থেকে উঠা।এমনিতে ফজরের নামায পড়ার জন্য ঘুম
থেকে ওঠে না!! এখন
কি??? আযানের শব্দে কারো ঘুম ভাঙে না,
ঝাকিতে ঠিকই ভাঙে। আজ উঠার পরও অল্প লোক
ফজরে নামাজ আদায় করবে।আর বাকিরা ঘুমিয়ে যাবে।
ভূমিকম্প থেকে বাচার জন্য মানুষ ঘুম ভেঙ্গে নিরাপদ
স্থানে যায়।আর জাহানাম থেকে বাচতে মানুষ নামাজ
পড়তে রাজি হয় না। আল্লাহ চাইলে এই ভুমিকম্পে আজ
আমাদের ঘুমের
ঘোরে ধংস করে দিতে পারতেন। কিন্তু তিনি দয়ালু
তাই তা করেন নি। আজ আমরা
ভূমিকম্প থেকে বেচে গেলাম মহান আল্লাহ দোয়া।
Thursday, April 7, 2016
ভূমিকম্প অনুভূতি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment