'মা-বাবা, তোমরা আমাকে ক্ষমা করে
দিও। আমি বড় হতে চেয়েছিলাম। অনেক
আশা নিয়ে সব কিছু সাজিয়েছিলাম।
কিন্তু জীবন আমার সব শেষ করে দিল।
আমি বেঁচে থাকলেও আর সুখী হতে
পারব না। আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারব
না,তাই তোমাদের স্বপ্নটাও পূরণ করতে পারব না।আমি
চেয়েছিলাম ভাল হয়ে চলতে,ভাল হয়ে থাকতে,ভাল ভাল
কাজ করতে।কিন্তু ওরা আমাকে আমার অধিকার দিচ্ছে
না।কারণ আমি ছেলে হয়ে জন্মেছি বলে।এদেশে
বর্তমানে মেয়েদের সুযোগ-সুবিধা বেশি।মেয়েদেরকে সব
চাকরি-বাকরি দিয়ে আমাদের ছেলেদেরকে বেকার করে
রাখছে।তাছাড়া অনেক কারণ রয়েছে যা আমার পক্ষে বলা
সম্ভব নয়।তাই এই জীবনের কোন মূল্য নেই বলে
আমাদের অাত্নহত্যা করার ছাড়া আর কোন পথ নেই।
Thursday, April 7, 2016
ক্ষমা করে দিও
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment