কাঁদতেছি খুব কাঁদতেছি। কারণ জীবন থেকে আরেকটা
বছর চলে গেল।মৃত্যু পথে আরেক দাপ পা বাড়ালাম
আমরা। নতুন কিছু পাওয়া চেয়ে, পুরানো কিছু হারানো
আমার কাছে খুবই কষ্ট দায়ক।সবাই নতুন বছর এলে
লাফা-লাফি করে।আর নতুন বছর এলে আমি কান্না শুরু
করি।আমরা সবারএকটা কথা মনে রাখা উচিত। “যায় দিন
ভাল,আসে দিন খারাপ” এই কথাটি ।তাছাড়া আরেকটি
কথা আছে “Old is Gold”. তবুও সব কিছু বাদ দিয়ে আমি
সবাইকে পুরাতন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। বিদায় হে
২০১৫। আজকে তোমাকে আমাদের জীবন থেকে সারা
জীবনের জন্য করে দিলাম।
Thursday, April 7, 2016
কাঁদতেছি খুব কাঁদতেছি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment