Thursday, April 7, 2016

ফেসবুক জেলখানা

আমরা ফেসবুক নামক জেলখানায় বন্দি আছি।এই
জেলখানায় এক বার প্রবেশ করলে আর বের হয়ে
আসা যায় না।ফেসবুক জেলখানায় প্রবেশ করতে হলে
কোন খুন,রাহাজানি,চুরি,ডাকাতি করতে হয় না।শুধু
ফেসবুক নামক জেলখানায় একাউন্ট খোলতে হয়।আমি
সবাইকে একটা অনুরোধ করব,আগামী প্রজন্মকে এই
জেলখানায় একাউন্ট খোলে না দেওয়া হক।

No comments: