[10:42am, 08/02/2016] RAHAT CHOWDHURY: একটি ক্ষুধার্থ পেট,
একটি খালি পকেট,
একটি ভাঙ্গা হৃদয়, যা
শিক্ষা দেয়, পৃথিবীর
কোনো বই তা শিক্ষা
দিতে পারেনা।।
[10:42am, 08/02/2016] RAHAT CHOWDHURY: আপনার জন্য যা
নির্ধারণ করা
হয়েছে,
তা যদি দুই
পর্বতের নিচেও
থাকে, তবু
তা আপনার কাছে
পৌঁছে যাবে।
আপনার জন্য
যা নির্ধারণ করা
হয়নি, তা যদি দুই
ঠোঁটের
মাঝেও থাকে, তবু
তা আপনার
কাছে পৌঁছবে না।”
[10:42am, 08/02/2016] RAHAT CHOWDHURY: মানুষ হিসাবে
পৃথিবীতে আমরা সবাই
সমান। যখন কোনো
একজন মানুষকে একজন মানুষকে অতি-
মানব আখ্যায়িত করা
হয়, তখন তার
আশেপাশের অন্য
মানুষেরা অবহেলার
স্বীকার হয়।
সক্রেটিসের ভাষায়,
একজন মানুষকে একজন মানুষকে লম্বা
প্রমাণ করতে হলে
দেখাতে হবে যে
অন্যজন তার থেকে
খাটো। একজনকে বড়
প্রমাণ করতে হলে
দেখাতে হবে যে
অন্যরা সব ছোট।
একজনকে মহৎ প্রমাণ
করতে হলে অন্যদের
বলতে হবে নির্বোধ।
সত্যিকারের মহৎ
মানুষেরা নিজেদেরকে
মহৎ দাবী করেন না।
জ্ঞানী হওয়া
সত্ত্বেও সক্রেটিস
বলতেন ‘আমি কিছুই
জানি না’। স্রষ্টার
বার্তাবাহক হওয়া
সত্ত্বেও যিশু বলতেন
‘তোমরা আমাকে মহৎ
বলবে না’। মুহাম্মদ (স)
বলতেন, ‘আমি
তোমাদের মতই মানুষ’।
পৃথিবীর সকল মহৎ ও
শ্রেষ্ঠ মানুষ-ই
নিজেদের সাধারণ
মানুষ ভাবতেন। যখনি
কেউ নিজেকে
অসাধারণ মানুষ
হিসাবে দাবী করে,
বুঝতে হবে সে
নিশ্চিত ভণ্ড।
বাংলাদেশের প্রথম
প্রধানমন্ত্রী
নিজেকে কিংবদন্তী
দাবী করেছেন কিনা,
জানি না। তবে তাঁর
অনুসারীরা যেভাবে
তাঁকে দেবতার আসনে
বসিয়েছেন, তাতে
মানুষ হিসাবে
অন্যদের মর্যাদা ও
সম্মান যে ক্ষুণ্ণ
হচ্ছে, তা নিশ্চিত।
এবং এর ফলে সাধারণ
মানুষ যে তাদের ন্যায্য
অধিকার থেকে
বঞ্চিত ও
অত্যাচারিত হচ্ছেঅত্যাচারিত হচ্ছেন,
তাও প্রমাণিত।
ধরুন, প্রতি বছর ১৫
আগস্টে ব্যানার-
পোস্টার-অনুষ্ঠানে বা
কর্মীদের ভাতা বাবদ
যে পরিমাণ টাকা
অপচয় হয়, তা দিয়ে
একটি সরকারি
বিশ্ববিদ্যালয় স্থাপন
করা সম্ভব। অথবা,
দশ হাজার (১০,০০০)
উচ্চ শিক্ষিত
বেকারের
কর্মসংস্থান সৃষ্টি
করা সম্ভব। কিংবা, এ
টাকা দিয়ে এক লক্ষ
গরিব মানুষের
বাসস্থান তৈরি করে
দেয়া যায় অনায়াসে।
কিন্তু আপসোস!!!
আগস্ট মাস জুড়ে শেখ
মুজিবকে নিয়ে যা করা
হয়, তিনি নিজে বেঁচে
থাকলে হয়তো হার্ট
অ্যাটাক করতেন।
তাকে নিয়ে এত
ভণ্ডামি তিনি হয়তো
সহ্য করতে পারতেন
না। যে কোনো মানুষকে
আপনি যখন দেবতার
আসনে বসাবেন, আসনে বসাবেন, তখন
তার আশেপাশের অন্য
মানুষ
[10:42am, 08/02/2016] RAHAT CHOWDHURY: বিবেক মারা গেছে!
এমন মৃত্যু সংবাদ
বাংলাদেশ অতীতে
কখনও পায়নি। এ
অঞ্চলের মানুষের
ইতিহাস খুব বেশি
গৌরবের নয়।
যদিও অনেক
পরাবাস্তববাদী
ইতিহাসবিদ নানা রঙ
দেয়ার চেষ্টা
করেছেন। পরাধীনতার
শিকলে
দীর্ঘদিন বন্দি
ছিলাম আমরা। দুঃখ,
কষ্ট, বঞ্চনারও কোন
অভাব ছিল না।
ক্ষুধার বিরুদ্ধে লড়াই
করতে হয়েছে
দীর্ঘসময়। তবে এ
অঞ্চলের মানুষের
বিবেকের এমন মৃত্যু
অতীতে আর
কখনোই হয়নি।
মানুষের বিপদে
মানুষের এগিয়ে আসাÑ
এই ছিল
আমাদের ট্রেডমার্ক।
হয়তো শত্রুতা
ছিল, হয়তো
প্রতিবেশীর
অমঙ্গলও
অনেকে দেখতে
চাইতেন। তাই বলে
মানুষ কখনও এতটা
নিষ্ঠুর হয়নি।
সিলেটে শিশু সামিউল
আলম রাজনের
হত্যাকা- দেখে শিউরে
উঠেছিলাম
আমরা। মানুষ এতটা
বর্বর হয়?
এভাবে একটা শিশুকে
পিটিয়ে কেউ
হত্যা করে। সে দৃশ্য
আবার ধারণ করে
মোবাইল ক্যামেরায়।
ছড়িয়ে দেয়
সামাজিক যোগাযোগ
মাধ্যমে। বিশাল
বিশাল বাহিনবিশাল বাহিনী, বড়
বড় ইমারত
আমাদের
মানবিকতাকে কী
ক্রমশ মুছে
ফেলছে। নিষ্ঠুর এ
হত্যার সময় কেউই
বাধা দেয়নি। যদিও পরে
আসামিদের
ধরতে এগিয়ে আসে
আমজনতা। তারাই
মূলত আসামিদের ধরে
পুলিশে সোপর্দ
করেন। প্রধান
অভিযুক্ত সৌদি
আরবে
পালিয়ে গিয়েও রেহাই
পায়নি।
সেখানে প্রবাসী
বাংলাদেশীরা
তাকে ধরে পুলিশে দেয়।
সামিউল আলম
রাজনের
নিষ্ঠুরতাকেও
ছাপিয়ে গেছে খুলনার
বর্বরতা।
যেভাবে ১২ বছরের
একটি ছেলেকে
কম্প্রেসার মেশিন
দিয়ে পেটে
বাতাস ঢুকিয়ে হত্যা
করা হলো তার
বিবরণ দেয়াও অসাধ্য।
ইতিহাসে
এমন বর্বরতার ঘটনা
খুব বেশি
ঘটেনি। ‘মা আর দিয়েন
না, মরে
যাবো’Ñ একথা শুনেও
খুনিদের মন
একটুও গলেনি।
কেন মানুষের বিবেক
মারা গেল?
ক্রমশ কেন বর্বর
হয়ে গেলাম আমি,
আপনি, তুমি, সে। এ
কী সভ্যতার
অভিশাপ? বিশাল
বিশাল বাহিনবিশাল বাহিনী
তৈরি করলেই যে
রাষ্ট্র মানুষেরাষ্ট্র মানুষের
জীবনের নিরাপত্তা
নিশ্চিত করতে
পারে না তারও কী
প্রমাণ নয় এসব
ঘটনা ?
ক্ষমতার লোভ কী
আমাদের বিবেক
অন্ধ করে দিয়েছে।
আইনের শাসন
কখন ভেঙে পড়ে?
অপরাধীরা যখন
নিশ্চিত হয়,
নিরপরাধী যখন
আতঙ্কে
থাকেন, তখনই তো
আইনের শাসন ভেঙে
পড়ে। সীমাহীন
লোভের কাছে মানুষ
নিজেই কী হেরে
গেছে। না
যন্ত্রসভ্যতা মুছে
দিয়েছে মানুষের
সব আবেগ, সব
মানবিকতা। অন্যের
বিনাশেই কী এখন
মুক্তি খুঁজছে
মানুষ। নৈতিকতার
জায়গায় আশ্রয়
নিয়েছে মেকি
নৈতিকতা। আদিম
সমাজে যখন কোন
রাষ্ট্র ছিল না,
কোন বাহিনী ছিল না,
সেই অর্থে
কোন নৈতিকতাও ছিল
না। তখনও কী
মানুষ এতটা নিষ্ঠুর
ছিল?
মানবিকতার সঙ্কটের
এই সময়ে
প্রার্থনা করি, মৃত
বিবেক জেগে
ওঠ
[11:41am, 08/02/2016] RAHAT CHOWDHURY: কী অদ্ভুত এই
জীবন !
হারামের সাথে সন্ধি
করে একটু সুন্দর
ভাবে জীবন যাপনের
জন্য ,
সমাজে-মানুষের সমাজে-মানুষের কাছে
একটু
সম্মানিত হওয়ার
জন্য
যে জীবনের দৌড়ঝাপ ,
সে জীবন নিজ হাতের
সাড়ে তিন হাত মাটির
নিচে
প্রবেশ করার পর
স্তব্ধ হয়ে যাবে ।
যে জীবনের অধ্যায়
গুলোতে আল্লাহকে
খুশি করানোর
জন্য চেষ্টা থাকেনা ,
মৃত্যুর পর দুনিয়ার মত
মাটির নিচে একটু
শান্তিতে থাকার
জন্য কোন কর্ম
থাকেনা ,
সে জীবনের অধ্যায়
গুলো ঐ বরফের
টুকরা বা মোমবাতির
মত
যা গলে যাওয়ার পর
আর কোন
অস্তিত্ব থাকবে না ।
# যারা আল্লাহর
জন্য বাঁচে এবং
আল্লাহর জন্য
মরে তাদের প্রতিটি
মুহুর্ত সুন্দর।
তারা জানে দুনিয়া
আসল জীবন
না , এই দুনিয়াকে
নিছক পরীক্ষা
হিসেবে নিয়ে পাশ
করার মাধ্যমে কবর
পরবর্তি জীবনে
আল্লাহর সন্তুষ্টি
অর্জন করাই হচ্ছে
আসল জীবন ।
সেই দিন আখেরাতের
কথা ভুলে দুনিয়ার
প্রতি অধিক
ভালবাসা
স্থাপনকারীরা বলবে ,
হায়!
[11:59am, 08/02/2016] RAHAT CHOWDHURY: কিছু কনফিউশনঃ
১.সবাই স্বর্গে যেতে চায়। তাহলে
কেউই
মরতে চায় না কেন?
২. সাঁতার যদি ভালো ব্যয়াম হয়,
তাহলে নীল
তিমি এত মোটা কেন?
৩. আমাদের দেশের সংবিধান
অনুযায়ী সবারই
কথা বলার অধিকার আছে। তাহলে
ফোনের বিল
দিতে হয় কেন আমাদের?
৪.টাকা যদি গাছেই না ধরে, তাহলে
ব্যাংকগুলোর
এত শাখা থাকে কেন?
৫.পিৎজা আকারে গোল, কিন্তু
এগুলো চারকোনা বক্সে আসে কেন?
৬.আঠা এর বোতলের গায়ে লেগে যায়
না কেন?
৭.আলোর গতি আমাদের জানা আছে।
অন্ধকারের
গতি কত?
৮. টম অ্যান্ড জেরি কার্টুনটি শুরু হওয়ার
সময়
সিংহের গর্জন দেখায় কেন?
৯. মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়
'শাট আপ'।
কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে 'শাট
ডাউন' কেন?
১০.বেশির ভাগ গাড়িতে সর্বোচ্চ
গতিসীমা দেওয়া হয় ১৩০
কিলোমিটার।
তাহলে রাস্তায় ১৩০ কিলোমিটার
বেগে চালানো আইনত দণ্ডনীয় কেন?
১১. অ্যাম্বুলেন্স যদি রোগী আনতে
যাওয়ার
পথে কোনো মানুষকে অ্যাক্সিডেন্ট
করে,
তাহলে তারা তখন কী করে?
১২. কপিরাইট চিহ্নটার কপিরাইট কার?
১৩.যদি প্লেনের ব্ল্যাকবক্স প্লেন
ক্র্যাশে নষ্ট
না হয়, তাহলে ওই উপাদান দিয়ে পুরো
প্লেনটাই
বানানো হয় না কেন?
[11:59am, 08/02/2016] RAHAT CHOWDHURY: পরিস্থিতিই মানুষকে তৈরী করে.
পরিস্থিতি যখন বদলে যায় ,
মানুষও তখন পাল্টে যায় ।
মানুষ আসলে জলের মতো.
যখন যে পাত্রে রাখা যায় ,
তখন সেই পাত্রের আকার ধারন করে ।
[12:01pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: মানব জাতি অপেক্ষা
পছন্দ করে
না।
তবু তাকে অপেক্ষা
করতে হয়।
ভালবাসার জন্য
অপেক্ষা,
ঘৃনার জন্য অপেক্ষা,
মৃত্যুর জন্য অপেক্ষা,
আবার মুক্তির জন্য
অপেক্ষা।
[1:44pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: সুখী মানুষের রাতগুলো খুব ছোট হয়,
যেন চোখ বন্ধ করার সাথেই ভোর হয়ে
যায়,,,,,,
কিন্তু অসুখী মানুষের রাতগুলো অনেক দীর্ঘ
যেন ফুরাতেই চায়না ...।।...
[1:44pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: প্রতিদিনই এমন একটি ঘটনা নিজের সাথে
ঘটবে যেটা নিয়ে ভাবনা চিন্তা করেই
নিজের পুরো দিনটি কেটে যাবে।তখন
পুরোদিনটি কারো হাসিতে কাটে, কারো
কষ্টে কাটে, কারো আনন্দে কাটে বা
কারো বিরক্তিকর ভাবে কাটে।
[1:45pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: -জীবন এক কঠিন খেলা।সত্যি কারের
মানুষ হয়ে
উঠতে পারলেই এ খেলায় জেতা যায়।
[1:45pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না।
কিছু মানুষের অবহেলায়, কিছু স্মৃতি,
আর কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি
মানুষকে বদলাতে বাধ্য করে।
[1:46pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: কষ্ট গুলো বড় অদ্ভুত,
যখন সবার সাথে হাসি
খুশিতে
থাকি
তখন সে লুকিয়ে যায়....!!.
আর ......
যখন একা থাকি তখন এসে
নিরবে অশ্রু
ঝরায়.....
[1:46pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: গাড়িতে বসে আছি। ভূমিকম্প হলে বোঝতে পারব না।যদি ভূমিকম্প হয় তাহলে আমাকে বলব।
[1:47pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: A+ যত বাড়ছে,শিক্ষা হার ও তত বাড়ছে। শিক্ষার হার যত বাড়ছে, বেকার সমস্যা ও তত বাড়ছে।
[1:48pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: একটু আগে এই জায়গায় বসে ছিলাম আমি আর ও...
ও মানে ও
বুঝলেন না
....
.
.
.
.
.
.
.
.
.
.
[1:48pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: পৃথিবীটা নাকি ছোট হতে হতে
[1:49pm, 08/02/2016] RAHAT CHOWDHURY: পৃথিবীটা
ভেবে দেখছ কি
[11:52pm, 19/02/2016] Rahat Chowdhury: জগত জুরে এসেছিলেন মহা মানব যিনি
আল্লাহ প্রিয় বুন্ধ মহাম্মদ তিনি
[10:14pm, 04/02/2016] Rahat Chowdhury: মেয়ে মানুষ বলিয়া পৃথিবীতে কিছু নাই. যা আছে সব
পেত্নী, চুরেল, ডাইনী, কুত্তি, হারামজাদী, শাহজাদী,
রাজকন্যা, স্বপ্নকন্যা ইত্যাদি ইত্যাদি
[1:07am, 12/02/2016] Rahat Chowdhury: http://www.youtube.com/watch?v=M3KYyYQCy9A&feature=youtube_gdata_player
[1:37pm, 13/02/2016] Rahat Chowdhury: https://m.youtube.com/channel/UCkZOpRYGakzAoUM8I20uXBw
[12:14am, 21/02/2016] Rahat Chowdhury: প্রতিদিন রাতে যখন ঘুমানোর জন্য বেডে যাই,তখনই মনে হয় মুকলেশ এর কথা। আমি আর সে এক বেডে ঘুমাই।বেড রুমের খাটা সিঙ্গেল খাট।
[12:24am, 21/02/2016] Rahat Chowdhury: কপাল সবই আমার কপালের দোষ,
একটা গাড়িতে বসে আমি আমার ভাগ্নাকে বলব,পড়া-লেখা করে যে গাড়ি-ঘোড়া চলে সে। তখন ভাগ্না বলে উঠল,মামা আমিত এখনও লেখা-পড়া করিনি।দেখ তোমার সাথে বসে গাড়ি চলতেছি।
[1:05am, 10/03/2016] Rahat Chowdhury: পরীক্ষা যে ব্যক্তি আবিষ্কার করেছে,তাকে যদি আমি পেতাম। তাহলে লাফ দিয়ে তার কুলে উঠে বসতাম, আর বলতাম ভাইরে তুমি যেটা আবিষ্কার করেছ, এটার ভয়ে আমি শেষ।এটা থেকে আমারে বাচায়।
[8:21am, 10/03/2016] Rahat Chowdhury: আজ সারা বিশ্ব কেঁপেছে,রাহাত চৌধুরীর ছোট একটি কথার জন্য।আজ ঘর থেকে সমস্ত মানুষ বের হয়ে এসেছে, রাহাত চৌধুরীকে মারার জন্য। আজ রাহাত চৌধুরীর বাসার সামনে লম্বা লাইন ধরেছে, রাহাত চৌধুরীকে দেখার জন্য। কি এমন কথা বললেন রাহাত চৌধুরী,কি,কি?আসুন জেনে নেই। রাহাত চৌধুরী বলেছেন,
.
.
.
.
.
.
আমি তোমাকে ঘৃণা,ঘৃণা,ঘৃণা করি।আর এই জন্যই রাহাত চৌধুরীর আজ অবস্থা।
*** কপাল সবই আমার কপালের দোষ
আজকাল ছেলেরা যে কিভাবে এত gril friend পায়।আবার মেয়েরা যে কিভাবে এত boy friend পায়।আমি এসব কিছুই বুঝি না।আর আমার কপালে এখন পর্যন্ত কোনটা জুটল না। এই জন্য আমি খুবই খুশি। কারণ আমার পকেটের টাকা আমারই থাকল,অন্য কেউর জন্য কোন খরচ করতে হলে না।
** বারক ওবামা আমাকে অফার দিয়েছেন আমেরিকার প্রধানমন্তী হবার জন্য।আমি এই অফারটা পেয়ে প্রথমে রাজি হয়ে গেলাম। আর নিজেকে বলাম, একদিন এই রাহাত চৌধুরী করবে বিশ্বজয়। পরে আবার না করেছিলাম। তারপর বারক ওবামা রাগ করে বসলেন, আর রাজি না হবার কারণটা জানতে চেয়েছিলেন। আর আমি জানিয়েছিলাম, এখনও ঘরের কোণা জয় করতে পারিনি।আবার বিশ্বজয় করবে কি ভাবে। আর এই কথা শুনার পর বারক ওবামা আমাকে গালি দিতে শুরু করেন।আরে বলেন-ওরে বোকা আমেরিকার প্রধানমন্তী হলে বিশ্বজয় করতে হবে না,বিশ্ব শাসন করতে হবে।একথা শুনার পর লাফ দিয়ে উঠলাম ঘুম থেকে।আর ঘুম থেকে উঠে দেখি বারক ওবামা কোথায় আর আমি কোথায়?
No comments:
Post a Comment