Saturday, February 20, 2016

মজার কাহিনী

আজ বিকাল বেলায় আমার মনটা খুব খারাপ ছিল।কারণ কয়েকদিন পর পরীক্ষা।এখন ও বই ক্রয় করিনি।সেই চিন্তায় মনটা খারাপ।মনটা ভাল রাখার জন্য আমি একা সুন্দর একটা পরিবেশে পার্ক এ বসলাম।কিছুক্ষ পর দেখতে পেলাম আমার পাশে কয়েকজন অপরিচিত মেয়ে বসল।তাদের মধ্য একজন বলে উঠল ওয়াউ...ছেলেটা যে কিউট। কথাটা আমি শুনতে পেরেছি।কিন্তু কিছু না বলে আমি সেই জায়গায় বসে রইলাম।তারপর আবার মেয়েটি আমার কাছে এসে বলল,তুমি যে কিউট i like you. তা শুনার পর আমি কিছুই বললাম না।তারপর মেয়েটি আবার বলল তুমি কিছু বললে না।তখন আমি উওর দিলাম,সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়।তখন মেয়েটি বলল, ও তাহলে তুমি ও আমাকে লাইক কর। আমি বললাম না, এ কথা হলে মুখ দিয়ে বলে ফেলতাম।তোমাকে দেখে আমার এখন পালাতে ইচ্ছে করছে।

No comments: