আজ করতেই হবে বিশ্বজয়,
আজ দেখাতে চাই সারা বিশ্বকে।
ওরা (ভারত) কি না করেছে আমাদের সাথে,
আমরাও পারি ওদেরকে (ভারতকে) বধ করতে।
আমরা এক সূএে গাধা বাঙ্গালি,
আমরা হারিনি,আমরা হারব না।
আমরা প্রতিশোধের আগুনে দাউ দাউ করে পুরিয়ে ফেলব ওদেরকে(ভারতকে)।
ওরা কাপুরুষ,ওরা বেইমান,ওরা প্রতারক,ওরা ধোঁকাবাজ,
ওরা অন্যায় পথে চলে,
ওরা অন্যায় এর সাথে করে বসবাস।
আমরাই দেখাব আজকের এই দিনে আমাদের প্রতিভার ফল,
সালাম, দেশের সাফল্য বয়ে আনার জন্য তোমাদেরকে জানাই হাজার সালাম।
এগিয়ে যাও বাংলাদেশ,
ভারতকে হারিয়ে এবারের কাপটা নিতেই হবে আমাদের।
Saturday, March 5, 2016
এশিয়া কাপ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment